করোনার তাণ্ডবে বিশ্বব্যাপী আক্রান্ত ও মৃত্যু আনুপাতিক হারে বাড়ছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে পৌনে ৭ লাখ লোক নতুন করে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে।
একই সময়ে বিশ্ব মৃত্যু দেখেছে প্রায় সাড়ে ১৩ হাজার মানুষের। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৩৬ হাজারের বেশি। এদিন সর্বোচ্চ মৃত্যু হয়েছে আমেরিকায়। দেশটিতে মৃতের সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে।
আর আক্রান্ত ১ কোটি ৮৯ লাখের বেশি। এদিনও ৫শ’র বেশি মৃত্যু দেখেছে ব্রাজিল, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি ও মেক্সিকো।
এদিকে, যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার তৈরি করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে কানাডার স্বাস্থ্য বিভাগ।