প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারবর্গ সহ বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দের নামে ফেসবুক একাউন্ট খুলে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় এবং ফেসবুকে গুজব সৃষ্টি, ভুয়া, উস্কানিমূলক ও রাষ্ট্র বিরোধী প্রচারণায় সাইবার অপরাধে পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার ভোর থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত রাজধানীর মগবাজার, ডেমরা, মোহাম্মদপুর, ঢাকা জেলার কেরানীগঞ্জ, সাভার এলাকায় অভিযান চালিয়ে পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ ওমর ফারুক (৩০), মোহাম্মদ সাব্বির হোসেন(২৪), মোঃ আল আমিন(২৭), মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন(২৫) এবং মনির হোসেন(২৯)।
বৃহস্পতিবার সকাল ১১টায় র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব গণমাধ্যমে শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য জানান। মুফতি মাহমুদ খান জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন জাতীয় নেতার ছবি বিকৃত বা ব্যঙ্গাত্মকভাবে ফেসবুক পোস্ট ও আক্রমণাত্মক ভাষা ব্যবহারের মাধ্যমে জাতীয় নেতাদের খাটো করার অপচেষ্টা করছিলো।
নিউজ ডেস্ক / বিজয় টিভি