জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি মাউন্টেন বাইক চ্যালেঞ্জে পাহাড়ি পথে ৩০০ কিলোমিটার সাইকেল চালিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার রাকিবুল ইসলাম।
গতকাল প্রতিযোগিতার শেষ দিনে বান্দরবানের থানচি উপজেলা সদরের স্কুল মাঠে তার হাতে চ্যাম্পিয়নের পুরস্কার তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্বত্য মন্ত্রণালয়ের সচিব সফিকুল আহমেদ এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কে সই লা (ক্যশৈহ্লা) বক্তব্য দেন। গত ২৮ ডিসেম্বর রাঙ্গামাটির সাজেক পাহাড় চূড়া থেকে এই প্রতিযোগিতা শুরু হয়।
এর আগে সাজেকে এই প্রতিযোগীতার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ৫জন নারী সাইক্লিষ্টসহ মোট ১০০ জন প্রতিযোগী এই প্রতিযোগীতায় অংশ নেন। তারা রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান হয়ে গতকাল দুপুর সাড়ে ১২ টায় থানচি পৌঁছেন।