মেক্সিকোতে তেলের পাইপলাইনে বিস্ফোরণে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। শুক্রবার রাতে দেশটির ইদালগো প্রদেশের লাওয়ালিলপান শহরে ওই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, সন্দেহভাজন চোরেরা তেল চুরির সময় ভয়াবহ বিস্ফোরণের পর আগুন লেগে যায়।
মেক্সিকো কর্তৃপক্ষ বলছে, এই ঘটনায় অন্তত ৭৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর।
এই দুর্ঘটনার বিষয়ে শনিবার সকালে প্রেস ব্রিফিং করেছেন, ইদালগোর গভর্নর অমর ফায়াদ। তিনি বলেন, ‘আমরা কয়েক মিনিট আগে নিশ্চিত হয়েছি এখন পর্যন্ত ৬৬ জন নিহত ও ৭৬ জন আহত হয়েছেন। আহতের মধ্যে তিনজন নারী ও ১২ বছরের এক কিশোর আছে বলে তিনি উল্লেখ করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, তেল চুরি করার জন্য চোরেরা রাতে বেলায় পাইপে ছিদ্র করে। কিন্তু ওই ছিদ্র দিয়ে হঠাৎই বড় ফিনকির আকারে তেল বের হতে থাকে। একপর্যায়ে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি