আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন দেশটির সিনেটর লিন্ডসে গ্রাহাম।
এ সময় ইমরান খানকে পরিবর্তনের অগ্রদূত আখ্যায়িত করেন মার্কিন সিনেটের প্রভাবশালী রিপাবলিকান সদস্য গ্রাহাম। এর আগে পাকিস্তানি নেতার সঙ্গে ইসলামাবাদে বৈঠকে বসেন তিনি।
গ্রাহাম বলেন, ইমরান খান আমাদের নতুন অংশীদার। আফগানিস্তানের সম্ভাব্য শান্তি চুক্তিতে তিনি আমাদের সহায়তা করতে পারবেন। ‘ট্রাম্পকে আমি বলব- যতটা বাস্তবসম্মত উপায়ে সম্ভব ইমরানের সঙ্গে বসুন,’।
গ্রাহাম জানান, প্রধানমন্ত্রী ইমরান খান পরিবর্তনের একজন অগ্রদূত। আমি এতদিন ধরে তাকেই খুঁজছিলাম।
নিউজ ডেস্ক / বিজয় টিভি