স্প্যানিশ ফুটবল লিগে পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলের নিচের সারির দল ওসাসুনার বিপক্ষে গোল শূন্য ড্র করেছে জিদানের শিষ্যরা।
পুরো ম্যাচ জুড়েই ছিল প্রতিকূল অবস্থা। ঠাণ্ডা ও তুষার পাতে স্বাভাবিক খেলাটা কোনো দলই খেলতে পারেনি।
রামোস, ইডেন হ্যাজার্ড, করিম বেনজেমা, লুকা মদ্রিচ। সেরা একাদশ নিয়েই এদিন মাঠে নামে রিয়াল। কিন্তু শুরু থেকেই কেন যেন ওসাসুনার শক্ত রক্ষণভাগের সামনে সব চেষ্টাই বৃথা যায় মাদ্রিদিস্তাদের। উল্টো ওসাসুনার আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয় তাদের।
এদিন যেন রিয়াল মাদ্রিদ অন্য এক জগতে হারিয়ে গিয়েছিলো। প্রথমার্ধ্বে তেমন কোন সুযোগই তৈরি করতে পারেনি তারা।
বিরতির পর ফিরেও কোন পরিবর্তন আসেনি ম্যাচের দৃশ্যপটে। দ্বিতীয়ার্ধ্বের শেষদিকে এসে দু’দলই দুটি ভালো সুযোগ পেলেও তা শেষপর্যন্ত আর গোলে রূপ নেয়নি। ফলে গোলশূন্য ড্রতেই শেষ হয় দু’দলের ম্যাচ।
এই ড্রয়ে ১৮ ম্যাচে ১১ জয় ও চার ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল।