পুরো বিশ্বে করোনার দ্বিতীয় দফা প্রাদুর্ভাবে সংকটে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প।
ইউরোপ, আমেরিকাসহ তৈরি পোশাক রপ্তানির গন্তব্যগুলো থেকে পোশাকের অর্ডার এক চতুর্থাংশ কমে গেছে। সেই সাথে প্রতিটি পণ্যের ওপর ৫ থেকে ৭ শতাংশ দাম কমানোর তাগিদও দিয়েছে বিদেশি ক্রেতারা।
এরইমধ্যে বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের ২৫ টি গার্মেন্ট। এমন পরিস্থিতি দীর্ঘায়িত হলে অর্ধেক প্রতিষ্ঠানই বন্ধ হয়ে যাওয়ার আশংকা করছেন তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা।