হিলি স্থলবন্দর দিয়ে গত তিনদিনে ৫১২ মেট্রিক টন চাল ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। চাল আমদানি কার্যক্রম চলমান থাকলে চালের বাজার স্বাভাবিক হবে বলে ব্যবসায়ীরা অভিমত ব্যক্ত করেছেন।
হিলি স্থলবন্দর আমদানি কারক ব্যবসায়ী মেসার্স জগদীশ চন্দ্র রায় প্রতিষ্ঠানের ম্যানেজার শ্রী পদ রায় বলেন, সরকারের দেয়া শর্ত অনুযায়ী গত ৯ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ভারত থেকে ১৫টি ট্রাকে ৫১২ মেট্রিক টন চাল হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
এদিকে, চাল আমদানি শুরু হওয়ায় হিলিতেই প্রতিকেজি চাল তিন থেকে চার টাকা করে কমে গেছে বলে জানিয়েছেন হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক।