ভোজ্যতেল হিসেবে সয়াবিনের ওপর নির্ভরতা কমাতে ব্রাহ্মণবাড়িয়ায় চলতি মৌসুমে ১১ হাজার ৮২৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।
গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই আবাদ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এখন সরিষার ফুলে ফুলে ছেয়ে গেছে ফসলের মাঠ। আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভাল হবে বলে আশা করছেন কৃষকেরা।
তবে, কোনো কোনো এলাকায় ক্ষেতে পোকার আক্রমণ দেখা দিয়েছে।
কৃষি বিভাগের তথ্য মতে, চলতি মৌসুমে জেলায় ১৫ হাজার ৯৬৩ মেট্রিক টন সরিষা উৎপাদিত হবে।