করোনার ঝুঁকি বিবেচনায়, আগামী ১৭ মার্চ শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা স্থগিত ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
ইপিবি কর্তৃপক্ষ জানায়, মাননীয় প্রধানমন্ত্রী মেলা আয়োজনের জন্য পাঠানো প্রস্তাবে অনুমোদন দেননি।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তাব ফেরত পাঠানো হয়েছে। গত ২৫ বছরে ধরে রাজধানীর আগারগাঁওয়ে অস্থায়ী জায়গায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা অনুষ্ঠিত হয়ে আসলেও এবার পূর্বাচলে মেলার আয়োজন করা হয়েছে।
প্রতিবছর, পহেলা জানুয়ারি প্রধানমন্ত্রী এ মেলার উদ্বোধন করেন। কিন্তু এবার, করোনা পরিস্থিতির জন্য মেলা দুই মাস পিছিয়ে মার্চে উদ্বোধনের প্রস্তুতি নেয়া হয়।