বিদেশি বিনিয়োগকারীদের জন্য আন্তঃকোম্পানি ঋণ গ্রহণ প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। ফলে এখন থেকে বিদেশি মালিকানাধীন সেবা খাতের প্রতিষ্ঠানও মূল কোম্পানি থেকে ঋণ নিতে পারবে।
মঙ্গলবার এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান ছাড়াও সেবা খাতের শিল্প প্রতিষ্ঠান এবং তাদের বিদেশি মূল কোম্পানি কিংবা শেয়ারহোল্ডারদের কাছ থেকে স্বল্প মেয়াদি বৈদেশিক ঋণ নিতে পারবে।
তবে এ সুবিধা ট্রেডিং ব্যবসার জন্য প্রযোজ্য হবে না।