গত তিন দশকে দেশে চাষ করা মাছের উৎপাদন বেড়েছে প্রায় ৯ গুণ।
১৯৮৭ সালে, দেশে চাষ করা মাছের উৎপাদন ছিলো ১৪ হাজার ৭৭৩ মেট্রিকটন। ২০১৯ সালে, এর পরিমাণ বেড়ে ১ লাখ ৩৩ হাজার ৭৪৮ মেট্রিকটনে দাঁড়িয়েছে।
মৎস অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, দেশে ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্যই মাছ চাষের ওপর গুরুত্ব দেয়া হয়েছিলো। তবে, গবেষকরা বললেন, চাষের মাছ সাময়িকভাবে খাদ্য চাহিদা পূরণ করলেও এর পুষ্টিগুণ তুলনামূলক কম।
আর এই চাষ পরিবেশের জন্যও ক্ষতিকর। তাই প্রাকৃতিক উৎস থেকে মাছ সংগ্রহ বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। বিষয়টি বিবেচনায় নিয়ে, প্রাকৃতিক উৎস থেকে মাছ উৎপাদনের উপায় বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর।