রোনালদোর বর্তমান ক্লাব য়্যুভেন্তাসের শিরোপা জয়ের রাতে ঠিক উল্টো চিত্র তার সাবেক ক্লাবে। অখ্যাত ক্লাব আলকোয়ানোর কাছে ২-১ গোলে হেরে কোপা দেল রে থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ।
গেলো সপ্তাহেই অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে স্প্যানিশ সুপার কোপার সেমিফাইনাল থেকে ছিটকে যায় রিয়াল মাদ্রিদ। কোপা দেল রে’র রাউন্ড অব থার্টি টু’তেও বদলায়নি ভাগ্য।
শুরুর একাদশে ৯ পরিবর্তন। ইনজুরির কারণে ছিলেন না সার্জিও র্যামোস। বিশ্রামে মদ্রিচ-ভারানে। অখ্যাত আলকোয়ানোর বিপক্ষে তবুও ফেভারিট জিদানের দল। কিন্তু, ফেভারিটের মতো খেলতে পারলো কই!
অগোছালো আক্রমণ সত্ত্বেও অবশ্য প্রথমার্ধে মিলিতাও’এর গোলে লিড নিয়ে বিরতিতে গিয়েছিলো মাদ্রিদিস্তারা। নাছোড়বান্দা আলকোয়ানো। ৮০ মিনিটে দুর্দান্তভাবে সমতায় ফেরে তারা।
ম্যাচের ১১০তম মিনিটে দুবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সেগুন্দা ডিভিশন বি টিম আলকোয়ানোর রামন লোপেজ। তার মিনিট পাঁচেক পর গোল করে ছিনিয়ে নেন সাড়া জাগানো এক জয়।