বিশ্ববাজারে দাম আবারো বাড়ার আশঙ্কায় দেশের বাজারে ভোজ্যতেল নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
গত ২ মাস ধরেই তেলের বাজারের অস্থিরতা ইতিমধ্যে ভোক্তাদের নাভিশ্বাস উঠে গেছে। ১০৫ টাকা লিটারের সয়াবিন তেল এখন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৪ টাকা দরে। ভোজ্যতেলের দাম বাড়ার জন্য আন্তর্জাতিক বাজারকে দায়ী করছেন ব্যবসায়ীরা।
তারা জানান, দেশের সয়াবিনের উৎস ব্রাজিল, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে প্রতি টন অপরিশোধিত সয়াবিনের দাম ১ হাজার ১৫০ মার্কিন ডলার ছাড়িয়েছে। এ দাম আরো বাড়লে দেশের বাজারে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হবে।
এ বিষয়ে আগামী সপ্তাহে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।