স্প্যানিশ লা লিগায় বড় জয় পেয়েছে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে তারা ৪-১ গোলে হারিয়েছে টেবিলের তলানিতে থাকা আলাভেসকে। এদিন ম্যাচে জোড়া গোল করেছেন দলটির মূল কান্ডারি করিম বেনজেমা। দলের হয়ে একটি করে গোল করেছেন ক্যাসিমিরো ও ইডেন হ্যাজার্ড।
আলাভেসের মাঠে গিয়ে শুরু থেকেই ফেভারিটের মতই খেলেছে রিয়াল মাদ্রিদ। ১৫ মিনিটেই লিড নিয়েছে গ্যালাক্টিকোরা। গোলের সূচনা করেন ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো। ফাস্ট হাফেই হয়েছে আরও দুইটা গোল। ৪১ মিনিটে লিড ডাবল করেছেন ফরাসী ফরোয়ার্ড কারিম বেনজামা, আর যোগ করা সময়ে এডেন হ্যাজার্ডের সৌজন্যে স্কোরলাইন হয়েছে ৩-০।
সেকেন্ড হাফে একটা গোল দিয়েছে আলাভেস। রিয়ালের জালে বল জড়িয়েছেন হোসেলু। যদিও এর পর আরও একটা গোল খেয়েছে ওরা। রিয়ালের হালির সাথে নিজের ডাবল পূরিয়ে নিয়েছেন বেনজামা।
এদিকে ইতালিয়ান লিগ সিরি আ’তে চলতি মৌসুমে দ্বিতীয়বার হারের স্বাদ পেল টেবিল টপার এসি মিলান। ওদের বিপক্ষে আতালান্তার জয় ৩-০ গোলে।