বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।
ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল থেকে দিনভর আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল। তবে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে স্বাভাবিক রয়েছে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার।
এ উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় ভারতীয় ব্যবসায়ী নেতারা আজ বন্দর দিয়ে কোনো প্রকার পণ্য রপ্তানি বা আমদানি করবেন না বিষয়টি আগেই জানিয়েছেন।