চাঁদপুর সদর উপজেলার বড় শাহতলী গ্রামে পরিত্যক্ত ইটভাটায় চাষাবাদ শুরু করেছেন উদ্যোক্তা হেলাল উদ্দিন। দীর্ঘ ষাট বছর ধরে ইটভাটা হিসেবে ব্যবহৃত জায়গাটিতে এখন সবুজের সমারোহ। পরিত্যক্ত জায়গায় চাষ করা হচ্ছে বিভিন্ন প্রজাতির বিদেশি রসালো ফল। এসব ফলের মধ্যে রয়েছে সাম্মাম, রকমেলন ও মাস্কমেলন জাতের ব্যতিক্রমী তরমুজ। এছাড়া বিদেশী আম, মালটা, ড্রাগন ফল ও স্ট্রবেরিসহ নানা জাতের ফল।
প্রায় আড়াই একর জমিতে বালি ফেলে চাষাবাদ করা হচ্ছে। ভবিষ্যতে এ বাগানে গ্রিন হাউস পদ্ধতিতে চাষাবাদের ইচ্ছার কথা জানিয়েছেন এর উদ্যোক্তা হেলাল উদ্দীন।
এদিকে, হেলালের এমন সাফল্য দেখে এ ধরনের বাগান করতে উদ্বুদ্ধ হচ্ছে স্থানীয় বেকার যুবকরা।
কৃষি সম্প্রসারণ চাঁদপুর উপ-সহকারী কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান জানালেন, পরিত্যক্ত ইটভাটাকে ফল বাগানে রূপান্তরের ক্ষেত্রে কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে।
এ ধরনের বিদেশী ফলের চাষাবাদে, অনেক বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।