টেস্ট সিরিজের আগে চট্টগ্রামে ৩ দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে বিসিবি একাদশ ও উইন্ডিজ একাদশ। টস জিতে প্রথমে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হারের পর টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া সফরকারীরা। প্রস্তুতি ম্যাচ হলেও খেলছে মূল দলের সবাই। কন্ডিশনের সাথে উইকেটের আচরণটাও বুঝে নেয়া চাই তাদের। বিসিবি একাদশের হয়ে মাঠে নেমেছেন সাদমান, ইয়াসির রাব্বি, খালেদ আহমেদরা।
ওয়ানডেতে হোয়াইটওয়াশ হলেও উইন্ডিজের এই টেস্ট দলটা বেশ অভিজ্ঞ। তাইতো সাদা পোশাকে ফাইট ব্যাকের আশায় ওয়েস্ট ইন্ডিজ দল।
বিসিবি একাদশঃ নুরুল হাসান সোহান, শাদমান ইসলাম, সাইফ হাসান, আকবর আলী, মোহাম্মদ নাঈম, তৌহিদ হৃদয়, মুকিদুল ইসলাম, শাহিন আলম, রিশাদ হোসেন, ইয়াসির আলী, শাহাদাত হোসেন , মাহমুদুল হাসান জয়, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ
ওয়েস্ট ইন্ডিজ : ক্রেইগ ব্র্যাথওয়েট , জন ক্যাম্পবেল, জেরামেইন ব্ল্যাকউড, শেন মোসলে, নক্রুমাহ বোনার, কাভেম হজ, জশুয়া ডি সিলভা, কাইল মায়ার্স, আলজারি জোসেফ, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, রেমন রেফার, রাহকিম কর্নওয়াল, বীরস্মি পারমল, জোমেল ওয়ারিকান।