করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ ছাড়াই ফলাফল ঘোষণা করায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে উচ্চমাধ্যমিকে অংশ নেয়া সব পরীক্ষার্থীই পাস করেছেন।
শনিবার (৩০ জানুয়ারি) সকালে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।
২০২০ সালে, এইচএসসি পরীক্ষায় অংশ নিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলার ২৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৭ হাজার ৯৬৭ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে।
অটোপাসের ফলে এবার ৯৭ হাজার ৯৬৭ জনের সবাই পাস করেছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ১৪৩ জন।