চলতি ২০২০-২১ অর্থবছরের ১ম ছয় মাসে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৭ লাখ ৫ হাজার ১১৩ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। বিপরীতে, রপ্তানি হয়েছে ১ লাখ ৭৬ হাজার ২৯৫ মেট্রিক টন বাংলাদেশি পণ্য।
বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ জানায়, স্থলবন্দরটিতে প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন না হওয়ায় আমদানি-রপ্তানি বাণিজ্য ব্যাহত হচ্ছে। তবে, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন হলে বছরে এ বন্দর থেকে ১০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হবে।
প্রতি বছর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৪০ হাজার কোটি টাকার পণ্য আমদানি ও ৮ হাজার কোটি টাকার পণ্য রপ্তানি হয়। আমদানিকৃত পণ্য থেকে সরকারের প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব আয় হয়ে থাকে।