সুষ্ঠু রাজনীতিচর্চার দেশগুলোর মধ্যে অন্যতম অস্ট্রেলিয়া। জনগণের মতামত আর আইনের প্রতিপালনে কোনো আপস করে না দেশটিতে। তবে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যকার রেষারেষির চেয়েও অস্ট্রেলিয়ায় দলীয় কোন্দল সবচেয়ে বেশি দেখা যায়। নিজের দলের সঙ্গে প্রায়ই মনোমালিন্যে জড়িয়ে পড়ে দলের শীর্ষস্থানীয় নেতারা। এরপর একজোট হয়ে দলীয় ভোটে দলের প্রধান নেতা ও প্রধানমন্ত্রী পরিবর্তন করে বসেন।
ফলাফল, গত ১০ বছরে সরকার বদলেছে দুবার, আর প্রধানমন্ত্রী বদলেছে ছয়বার। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসনও দলীয় নির্বাচনে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী। মাত্র তিন দিনের দলীয় কোন্দলের মুখে পরে প্রধানমন্ত্রিত্ব হারান সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল।
টার্নবুলও একই পন্থায় ২০১৫ সালের সেপ্টেম্বরে ২০১৩ সালের জাতীয় নির্বাচনে জেতা প্রধানমন্ত্রী টনি অ্যাবটকে ক্ষমতাচ্যুত করে প্রধানমন্ত্রীর আসনে বসেন। এই দৃশ্য কেবল যে বর্তমান সরকারি দল লিবারেল পার্টিতে এমনটা নয়। দেশটির প্রধান বিরোধী দল লেবার পার্টিও একই পথের যাত্রী। ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন এ দলটিও প্রধানমন্ত্রী পরিবর্তন করে তিনবার।
নিউজ ডেস্ক / বিজয় টিভি