পিরোজপুরের স্বরূপকাঠির আটঘর কুড়িয়ানা ইউনিয়নের মাহামুকাঠি, সংগীতকাঠি, আদাবাড়ী, জিন্দাকাঠিসহ ১০টি গ্রাম এবং জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি, ইদিলকাঠি এলাকায় ব্যাপকভাবে শুরু হয়েছে বোম্বাই জাতের মরিচের চাষ।
এ মরিচের পাশাপাশি বাড়তি আয়ের আশায় অনেকে একই জমিতে চাষ করছেন পুঁইসহ বিভিন্ন ধরণের শাক। এ মৌসুমে বোম্বাই মরিচ ও পুঁইশাক বিক্রি করে দেড় থেকে দুই কোটি টাকা আয় হবে বলে আশা করছেন কৃষক ও সংশ্লিষ্টরা।
উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ জানালেন, কারওয়ান বাজারের বেশির ভাগ বোম্বাই মরিচ স্বরূপকাঠি থেকেই সরবরাহ করা হয়। তাই অধিক উৎপাদনের জন্য চাষিদের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকেন তারা।
১৯৮০ সাল থেকে স্বরূপকাঠিতে বোম্বাই মরিচ চাষ শুরু হয়। এ বছর এ অঞ্চলে প্রায় ৮০ হেক্টর জমিতে এ জাতের মরিচের আবাদ করা হয়েছে।