বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর দিনাজপুরের হিলি স্থলবন্দরে চলতি অর্থবছরের সাত মাসে সরকার রাজস্ব পেয়েছে ১৭৩ কোটি ৭ লাখ ১৮ হাজার টাকা।
বুধবার দুপুরে, হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, জাতীয় রাজস্ব বোর্ডের বেঁধে দেয়া বার্ষিক লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে হিলি স্থলবন্দরে।
চলতি অর্থবছরের ৭ মাসে এ বন্দরে রাজস্ব আদায় হয়েছে ১৭৩ কোটি ৭ লাখ ১৮ হাজার টাকা। যার লক্ষ্যমাত্রা ছিলো ১৩২ কোটি টাকা। গত জানুয়ারি মাসে রাজস্ব আদায় হয়েছে ২০ কোটি ৮১ লাখ ৪০ হাজার টাকা।