ডাউন পেমেন্ট ছাড়াই চলতি মূলধনের অর্থ, মেয়াদি ঋণে রূপান্তর করে তিন বছরের জন্য পুনঃতফসিল করে দেয়ার প্রস্তাব দিয়েছে, ব্যাংক মালিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস।
গত বৃহস্পতিবার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর চিঠি দিয়ে এমন দাবি করেছে বিএবি। গত ৩১ জানুয়ারি, ঋণ পরিশোধ না করেও খেলাপিমুক্ত থাকার সুবিধা আর বাড়ানো হবে না বলে এক সার্কুলারের মাধ্যমে জানায় বাংলাদেশ ব্যাংক।
নিয়ম অনুসারে, কোনো গ্রাহক ব্যাংক থেকে চলতি মূলধন হিসেবে ঋণ নিলে তা এক বছরের মধ্যে পরিশোধ করার কথা। কিন্তু, মহামারির কারণে অন্য ঋণের মতোই চলতি মূলধন পরিশোধে বছরব্যাপী ছাড় পেয়েছেন ব্যবসায়ীরা। এজন্য এ সার্কুলারটির সংশোধন দাবি করেছে বিএবি।