মেহেরপুরে ভুট্টা ক্ষেতের মধ্যে মটরশুটি আবাদে সফলতা অর্জন করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা।
জেলার চেংগাড়া গ্রামের মাঠে কৃষক আব্দুল খালেকের জমিতে আবাদের এ সফলতা তুলে ধরা হয়েছে এলাকার বিভিন্ন কৃষকদের মাঝে। একই খরচে দু’টি ফসল আবাদ করতে পেরে চাষিদের লাভ এখন দ্বিগুণ।
মঙ্গলবার চেংগাড়া মাঠে আয়োজিত মাঠ দিবসে এ প্রযুক্তির বিস্তারিত বর্ণণা দেন বারির গবেষকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেলোয়ার আহম্মেদ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারি পাবনা গবেষণা কেন্দ্রের পরিচালক ড. দেবাশিস সরকার।