বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে নিজেদের অর্থায়ন করা প্রকল্পে নজর রাখবে এশীয় উন্নয়ন ব্যাংক। একই সাথে প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতে কাজ করবে সংস্থাটি।
গতকাল ত্রিপক্ষীয় পর্যালোচনা সভায় এ কথা জানায় এডিবি। সভায় ২০২১-২২ অর্থবছরের জন্য স্বল্প ও মধ্যমেয়াদি রোডম্যাপ বাস্তবায়নে সম্মত হয়েছে সংস্থাটি। ভার্চুয়ালি সভায় সভাপতিত্ব করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।
এ সময় এডিবি কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, দেশব্যাপী মহামারি চলছে, দ্রুত আর্থ-সামাজিক অবস্থা পুনরুদ্ধারের জন্য প্রকল্প বাস্তবায়নে বেশি নজর দেয়া হবে। যাতে করে প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের ফলে দেশবাসী সুফল পেতে পারে।