রমজান উপলক্ষে আজ থেকে দ্বিতীয় ধাপে কিছুটা বাড়তি দামে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ।
দ্বিতীয় ধাপে, প্রতি কেজি তেলের দাম ১০ টাকা ও ডাল-চিনির দাম ৫ টাকা বেড়েছে। আর নতুন করে প্রতি কেজি ছোলার দাম ৫৫ টাকা ও খেজুরের দাম ৮০ টাকা নির্ধারণ করেছে টিসিবি।
৫০০টি ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি চলছে। এসব পণ্য ই-কমার্সের মাধ্যমেও বিক্রি করছে সংস্থাটি। কেউ ট্রাক থেকে না কিনে ই-কমার্স অথবা সরাসরি বিক্রয় কেন্দ্রর মাধ্যমেও এসব পণ্য কিনতে পারবেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গত ১৭ মার্চ থেকে খোলাবাজারে প্রথম ধাপে পণ্য বিক্রি করে আসছে টিসিবি।