বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায়, প্রদত্ত বিশেষ অনুদান বাবদ বরাদ্দকৃত ৫০ কোটি টাকার ঋণ ৩০ জুনের মধ্যে বিতরণের তাগিদ দেয়া হয়েছে।
ইতিমধ্যে, এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে আঞ্চলিক কার্যালয় ও বিসিক জেলা কর্যালয়গুলোতে এ ঋণ যথাসময়ে বিতরণের জন্য চিঠি দেয়া হয়েছে। পাশাপাশি কার্যক্রমটি শতভাগ বাস্তবায়নের জন্য ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়া হয়েছে।
বিসিকের এ ঋণের গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদের হার হবে ৪ শতাংশ। ছয় মাস গ্রেস পিরিয়ডসহ ১৮টি মাসিক সমান কিস্তিতে সর্বোচ্চ দুই বছরে এ ঋণ শোধ করতে পারবেন বিসিকের উদ্যোক্তারা।