সারাবিশ্বে চলছে করোনা মহামারি। এর মধ্যেই বিশ্বে ধনীদের সংখ্যা রেকর্ড সংখ্যক হারে বৃদ্ধি পেয়েছে। মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বস প্রকাশিত বিলিয়নিয়ারদের হালনাগাদ তালিকায় এসব তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার, ৩৫তম বার্ষিক বিলিয়নিয়ারের তালিকা প্রকাশ করে ম্যাগাজিনটি। এতে দেখা যায়, গত বছরের থেকে ২০২১ সালে, বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে ৬৬০ জন। অর্থাৎ এই মুহূর্তে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা ২ হাজার ৭৫৫ জন।
এদিকে, এ বছর টানা চতুর্থবারের মতো তালিকার শীর্ষে রয়েছেন মার্কিন ধনকুবের, আমাজনের মালিক জেফ বেজোস। তার মোট সম্পদের পরিমাণ ১৭৭ বিলিয়ন ডলার। দেশভিত্তিক সবচেয়ে বেশি বিলিয়নিয়ার যুক্তরাষ্ট্রে, ৭২৪ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। দেশটিতে শতকোটি ডলারের মালিক ৬৯৮ জন। এরপরেই রয়েছে ভারত ও জার্মানি।