ভারত ও বাংলাদেশের সরকারি ছুটির ফাঁদে ৫ দিন বন্ধের কবলে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ সহ অন্যন্যা পন্য আমদানি রপ্তানি।
বাংলাদেশ বুধবার ও ভারতে বৃহস্পতিবার পহেলা বৈশাখ পালন উপলক্ষে ২ দিন ধরে আমদানি রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। এদিকে শুক্রবার ও শনিবার সরকারী বন্ধ এবং ভারতের বিধান সভা নির্বাচনের কারণে সব মিলিয়ে ৫ দিন বন্ধ থাকছে আখাউড়া স্থলবন্দর বন্দর দিয়ে মাছ রপ্তানি কার্যক্রম। তবে এ সময় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে বৈধ পাসপোর্ট ধারী যাত্রী পারাপার কার্যক্রম চলমান থাকবে।
আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী মাছ রপ্তানি কারক মো:সামছুল আলম জানান,পহেলা বৈশাখ,সরকারী ছুটি ও কলকাতার বিধান সভা নির্বাচনের জন্য (১৪এপ্রিল) বুধবার থেকে আগামি(১৮এপ্রিল) রবিবার পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ থাকবে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম বলেন, বাংলাদেশে বুধবার এবং ভারতের আগরতলায় বৃহস্পতিবার পহেলা বৈশাখ লালন উপলক্ষে এই দুই দিন আমদানি রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং সরকারি ছুটির দিন শেষে মাছ ছাড়া অন্যন্যা পন্য রপ্তানি কার্যক্রম যথারীতি শুরু হবে। মাছ রপ্তানি রপ্তানি ৫ দিন পর চালু হবে।
উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দরটি দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রফতানিমুখী স্থলবন্দর। বর্তমানে প্রতিদিন এ বন্দর দিয়ে কয়েক লাখ মার্কিন ডলার মূল্যের বিভিন্ন পণ্য রফতানি হয়ে থাকে ভারতে সেভেন সিস্টার খ্যাত অঙ্গ রাজ্যে যার সিংহ ভাগই আসে মাছ রপ্তানি থেকে।