চলনবিলে যতদূর চোখ যায় শুধু ধান আর ধান। সোনালি সেই ধানে দুলছে কৃষকের সোনালি স্বপ্ন। উল্লাপাড়া উপজেলায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে। লু হাওয়ার কারণে ফসলের কিছুটা ক্ষতি হলেও ফলন হয়েছে আশানুরুপ।
ইতিমধ্যে পাকতে শুরু করায় কেউ কেউ ধান কাটা শুরু করলেও অধিকাংশ কৃষকই শ্রমিকের অভাবে তাদের ফসল ঘরে তুলতে পারছেন না। পাকা ধান কাটা ও মাড়াইয়ে বিলম্ব হলে, বৃষ্টি ও কালবৈশাখীতে ফসল নষ্ট হওয়ার ঝুঁকি রয়ছে। তাই দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্না ইয়াসমীন সুমি জানালেন, বোরো মৌসুমে কৃষক যাতে লাভবান হয় সেজন্য তাদের পরামর্শ দেয়া হচ্ছে। কালবৈশাখী ঝড় ও বৃষ্টির কারণে কৃষকদের যেনো কোনো ক্ষতি না হয় সেজন্য ধানের শীষ ৮০ শতাংশ পাকলেই তা কেটে নিতে বলা হয়েছে।
এবছর আবহাওয়া ভালো থাকার কারণে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৬০০ হেক্টরের বেশি জমিতে বোরো চাষাবাদ হয়েছে।