রাজধানীর মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (১০ মে) সকাল ছয়টা থেকে আজ মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
এসময় গ্রেফতারকৃতদের কাছে থেকে ২২,৫৭২ পিস ইয়াবা, ১৭৬ গ্রাম ২০০ পুরিয়া হেরোইন ও ০১ কেজি ৬৩০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা হয়েছে।