করোনাভাইরাস প্রতিরোধে ঈদের পর আরেক দফা লকডাউন বাড়ানোর পরিকল্পনা আছে সরকারের। সেইসাথে করোনা প্রতিরোধে জনগণকে শতভাগ মাস্ক পরাতে পুলিশকে বিচারিক ক্ষমতা দেয়া যায় কিনা, সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (১৩ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এসব কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা রয়েছে আরো এক সপ্তাহ লকডাউন বাড়ানোর। কারণ দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
এর আগে, করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১৪ এপ্রিল থেকে দেশে শুরু হয় কঠোর লকডাউন। তারও আগে ৫ থেকে ১৪ এপ্রিল সকাল পর্যন্ত চলে প্রথম দফার লকডাউন।