টি-শার্ট, জিপার, সোয়েটার, জ্যাকেট ও গার্মেন্টস মেশিনসহ ৮৯ লট পণ্যের নিলামে ১০৯টি দরপত্র জমা পড়েছে চট্টগ্রাম কাস্টমসে।
কাস্টমস নিলাম শাখার ডেপুটি কমিশনার আল-আমিন বলেন, এবার ৮৯টি লটের নিলামের আয়োজন করেছে কাস্টমস হাউস। এর মধ্যে ১০৯টি দরপত্র পড়েছে। চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তার দপ্তরে ও চট্টগ্রাম জেলা প্রশাসকের দপ্তর মিলে ১০৭টি এবং ঢাকার কাকরাইলে অবস্থিত শুল্ক আবগারি ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম-কমিশনার এর দপ্তরে ২টি দরপত্র জমা পড়েছে। সব দরপত্র যাচাই বাছাই করে যে বা যিনি সর্বোচ্চ দরপত্র দিয়েছেন তাকে পণ্য বুঝে নেয়ার জন্য চিঠি দেয়া হবে।
তবে, এ কার্যক্রম শেষ করতে আরও দু’দিন লাগতে পারে বলে জানান তিনি।