শিক্ষার্থীদের করোনার টিকাদান সম্পন্ন করে শিগগিরই বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়া হবে বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার দুপুরে, একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা জানান তিনি। এসময় শিক্ষামন্ত্রী আরও বলেন, করোনার কারণে কিছুটা সেশন জট হলেও তা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। এর আগে, শনিবার, দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসলে ১৩ জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানান, ডা. দীপু মনি।