দেশে এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন ১ কোটি ৩৬ হাজার ৭১১ জন মানুষ। এদের মধ্যে পুরুষ ৬৩ লাখ ৩ হাজার ২৬৪ এবং নারী ৩৭ লাখ ৩৩ হাজার ৪৪৭ জন।
এই টিকা গ্রহণকারীদের মধ্যে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ১৬ হাজার ৬৯৬ জন এবং প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ২৬ লাখ ৯৪ হাজার ১৯৯ এবং নারী ১৫ লাখ ২২ হাজার ৪৯৭ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ৯ হাজার ৬৫ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৫০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
এদিকে গত ২৫ মে থেকে দেশে চীনের সিনোফার্মার টিকার পর্যবেক্ষণমূলক প্রয়োগ শুরু হয়েছে। এই পর্যন্ত এ টিকার প্রথম ডোজ নিয়েছেন ২ হাজার ১৪২ জন। এদের মধ্যে ১ হাজার ৫৭০ জন পুরুষ এবং ৫৭২ জন নারী রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এখন অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড এর প্রথম ডোজ দেয়া বন্ধ থাকলেও গত ২৪ ঘন্টায় সারাদেশে ৭ হাজার ৩৬৩ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৪ হাজার ৪৭৭ এবং নারী ২ হাজার ৮৮৬ জন।