ঠাকুরগাঁওয়ে দিন দিন হারিয়ে যাচ্ছে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ। এক সময় তরুণ মৎস্য চাষিদের মধ্যে ব্যাপক সারা ফেলেছিলো এ পদ্ধতি। কিন্তু, সঠিক দিক নির্দেশনা, আর্থিক অভাব, প্রতারণার শিকার ও মাছের পোনার সঠিক পরিচর্যা না করায় তারা নিরুৎসাহিত হচ্ছেন এ পদ্ধতির মাধ্যমে মাছ চাষে।
তাদের দাবি, স্থানীয়ভাবে বায়োফ্লকের উপর প্রশিক্ষণের ব্যবস্থা করার।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. খালিদুজ্জামান জানান, সদর উপজেলায় ৩০ জন এ পদ্ধতিতে মাছ চাষ অব্যাহত রেখেছে। দ্রুত এ পদ্ধতিতে আগ্রহী মৎসচাষিদের প্রশিক্ষণের ব্যবস্থার আশ্বাস দেন তিনি।