চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহালকৃত রপ্তানি বাণিজিক লেনদেন বিষয়ক নীতি সহায়তার সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল এ সংক্রান্ত একটি সার্কুলারে বলা হয়, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বলবৎকৃত রপ্তানি বাণিজ্যিক লেনদেন বিষয়ক নীতি সহায়তার সময়সীমা ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। নীতি সহায়তার অংশ হিসেবে রপ্তানি মূল্য প্রত্যাবাসন সময় ২১০ দিন পর্যন্ত রাখা হয়েছে। প্রযোজ্য সুদ হারে ব্যাক টু ব্যাক ঋণপত্রের সময়সীমা অতিরিক্ত ১৮০ দিন বাড়ানোরও সুযোগ থাকছে। রপ্তানি উন্নয়ন তহবিলের ঋণের অতিরিক্ত সময় ৯০ দিনের পরিবর্তে ১৮০ দিন পর্যন্ত বাড়ানো যাবে।
এছাড়া সাপ্লায়ার্স/বায়ার্স ক্রেডিটের আওতায় স্থাপিত ব্যাক টু ব্যাক ঋণপত্রের দায় পরিশোধের নিমিত্তে ইডিএফ থেকে ১৮০ দিন সময়ের জন্য অর্থায়ন সুবিধা নেয়া যাবে।