প্রথমবারের মতো সমুদ্রপথে চারাগাছ রপ্তানির সূচনা করলো বাংলাদেশ।
গতকাল, ৮ প্রজাতির ৩ হাজার ৭৪৭টি চারা গাছের একটি চালান কাতারে রপ্তানির উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরে পাঠানো হয়। আগামী সোমবার, মার্কস শিপিং লাইনের জাহাজ মার্কস জিয়ামেন চারা গাছের চালানটি নিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়ে যাবে। এতে, চারা রপ্তানির অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে বাংলাদেশ নতুনভাবে পরিচিতি পাবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে অপ্রচলিত এ পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন পথ উন্মোচিত হবে।
চট্টগ্রাম সমুদ্র বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক কৃষিবিদ মো. নাসির উদ্দিন বলেন, বাংলাদেশ থেকে উদ্ভিদজাত পণ্য বিদেশে রপ্তানি করার পূর্বে ল্যাব টেস্টের পর উদ্ভিদ স্বাস্থ্য সনদ ইস্যু করা হয়েছে। যার মাধ্যমে ওই উদ্ভিদজাত পণ্য আন্তর্জাতিক মানের বলে ধরা হয়।