খেলাপি গ্রাহককে আমদানি পরবর্তী অর্থায়ন করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া একই গ্রুপভুক্ত বা স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে কেনা বেচার ক্ষেত্রসহ স্থানীয় ঋণপত্রের বিপরীতে আমদানি পরবর্তী অর্থায়ন সুবিধা দেয়া যাবে না। এছাড়া কিস্তি মেয়াদোত্তীর্ণ হলেও নতুন করে সুবিধা পাওয়া যাবে না।
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত নীতিমালা জারি করা হয়।
এলটিআর বা এমটিআর বা এমপিআইসহ এ ধরনের যেকোনো অর্থায়ন এখন থেকে আমদানি-পরবর্তী অর্থায়ন নামে অভিহিত হবে। ঋণের মেয়াদ হবে নিত্যপণ্যের আমদানি-পরবর্তী অর্থায়ন সৃষ্টির তারিখ থেকে অনধিক ৯০ দিন। আর শিল্পের কাঁচামালের ক্ষেত্রে ১৮০ দিন। এছাড়াও ঋণপত্রে জামানতের বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।