চলমান লকডাউনের কারণে সরবরাহের তুলনায় ক্রেতা না থাকায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আমের বাজারে ধস নেমেছে।
সপ্তাহের ব্যবধানে, প্রতি মণ আমের দর ৬০০ থেকে ৭০০ টাকা পড়ে গেছে। হঠাৎ এ দরপতনে পাইকার ও বাগান মালিকরা পড়েছেন বিপাকে।
উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস জানান, এবার উপজেলায় ১৩০ হেক্টর জমিতে আমের চাষ করা হয়েছে।
কিন্তু, জেলা ও উপজেলা ভিত্তিক লকডাউনের ফলে এবার আমের বাজারে এমন পরিস্থিতি। এমন চলতে থাকলে আম চাষীরা এ ধরণের পঁচনশীল ফল চাষে নিরুৎসাহিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।