আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে বুধবার (৭ জুলাই) মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউন আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে শিল্পকারখানা স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থায় চালু থাকবে।
বুধবার (৩০ জুন) এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসময় সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। তবে শিল্পকারখানা স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থায় চালু থাকবে।
*খাবারের দোকান ও রেঁস্তোরা সকাল ৮টা -রাত ৮টা পর্যন্ত শুধু পার্সেলে খাবার বিক্রি করতে পারবে।
*উন্মুক্ত স্থানে সকাল ৯টা- বিকাল ৫টা পর্যন্ত কাচাঁবাজার বসবে।
*লকডাউন বাস্তবায়নে মাঠে থাকবে সেনাবাহিনী ও বিজিবি।
*এই সময়ে জরুরি সেবা দেয়া ব্যক্তি ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলেই তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।