লকডাউনের প্রভাবে ভারত থেকে আমদানি খরচ বেড়ে যাওয়ায় হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম, যার প্রভাব পড়েছে চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজারেও।
অন্যদিকে, ঈদকে সামনে রেখে সিন্ডিকেট তৈরি করে এখন থেকে মসলার দাম বাড়ানোর পায়তারা করছেন এক শ্রেণির ব্যবসায়ীরা। বিভিন্ন পদের মসলার দাম ৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে।
খাতুনগঞ্জের পাইকাররা জানান, হাতে পর্যাপ্ত ভোগ্যপণ্য মজুদ থাকলেও ক্রেতা পাচ্ছেন না তারা। লকডাউনে গণপরিবহণ সংকটে আশপাশের বিভিন্ন উপজেলার ক্রেতারা আসতে পারছেন না।
ফলে, দৈনিক হাজার কোটি টাকার ব্যবসা এখন শত কোটি টাকায় নেমে এসেছে। বিক্রি না থাকায় একদিকে পণ্যের মজুদ রয়ে যাচ্ছে।
অন্যদিকে, খুচরা বাজারে দাম বেড়ে যাচ্ছে। ফলে, সাপ্লাই চেইন ভেঙ্গে পড়েছে বলে দাবি ব্যবসায়ীদের।