প্রায় টানা দুই মাস বন্ধ থাকার পর পুরোদমে তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে গতকাল, দুপুর থেকে এ স্থলবন্দর দিয়ে পুনরায় দু’দেশের মধ্যে এ আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়। দেশে চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে তামাবিল স্থলবন্দরের কার্যক্রম সচল থাকলেও ভারতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় গত ২৬ এপ্রিল মেঘালয়জুড়ে ‘লকডাউন’ ঘোষণা করে রাজ্য সরকার। পাশাপাশি সব স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয় ভারত সরকার।
এ কারণে দুই মাসেরও বেশি সময় ধরে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি স্থলবন্দর দিয়ে চুনা পাথর, পাথর, কয়লা ও কাঁচামাল পণ্য তামাবিল স্থলবন্দরে প্রবেশ করেনি।