দায়িত্ব নিলেন কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র সূচনা, কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রথম নারী মেয়র ডা. তাহসিন বাহার সূচনা আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (৮ এপ্রিল) দুপুরে নগর ভবনে এসে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় তিনি বলেন, আমার জীবনে বড় ধরনের একটি সূচনা হলো আজ। নগরবাসীর কল্যাণে সর্বদা কাজ করব। প্রথম গুরুত্ব থাকবে নগরীর যানজট নিরসন করা। দীর্ঘমেয়াদি ও স্বল্প মেয়াদি পরিকল্পনার মাধ্যমে নগরের সমস্যাগুলো সমাধান করা হবে।
মেয়র আরও বলেন, মেয়র নয়, আমি এই শহরের কন্যা। এই শহরে আমি বসবাস করি। একজন নাগরিক হিসেবে নগরের জন্য কাজ করবো।
আড়ও পড়ুন: জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
দায়িত্ব নিলেন কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র সূচনা, এর আগে দুপুর ১২টার দিকে নগর উদ্যানের বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানান নতুন মেয়র। পরে নগর ভবনে প্রবেশ মুহূর্তে লাল গোলাপ আর গাঁদা ফুলের পাপড়ি ছিটিয়ে নবনির্বাচিত মেয়রকে বরণ করেন কর্মকর্তারা। এ সময় সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হাবিবুর আল আমিন সাদীসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।