নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা দীপক তিজোরি বড় ধরনের আর্থিক প্রতারণার শিকার হয়েছেন। দীর্ঘ বিরতি কাটিয়ে রূপালি পর্দায় ফেরার আগেই বিশাল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। অভিযুক্ত দুই নারীর বিরুদ্ধে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনেছেন এই অভিনেতা।
জানা গেছে, ‘প্রমিনেন্ট এন্টারটেইনমেন্ট কোম্পানি’ নামক একটি প্রতিষ্ঠানের দুই নারী কর্মকর্তা দীপকের আসন্ন সিনেমায় বিনিয়োগের প্রলোভন দেখান। অভিনেতার নতুন প্রকল্পের জন্য ২৫ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা ছিল। সেই বিনিয়োগকারী খুঁজে দেওয়ার নাম করে দীপকের কাছ থেকে আড়াই লক্ষ টাকা অগ্রিম গ্রহণ করেন তারা।
আরও পড়ুন: মায়ের শাড়িতে নস্টালজিক তাসনিয়া ফারিণ
পুলিশের কাছে দেওয়া অভিযোগে দীপক জানান, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এই ঘটনার সূত্রপাত। অভিযুক্তরা আশ্বাস দিয়েছিলেন, বিনিয়োগ সংক্রান্ত একটি ‘লেটার অফ ইন্টারেস্ট’ বা আগ্রহপত্র এক সপ্তাহের মধ্যে অভিনেতাকে বুঝিয়ে দেবেন। কিন্তু টাকা হাতে পাওয়ার পরই তারা উধাও হয়ে যান। বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও ওই দুই নারী ফোন ধরছেন না বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বলিউডের জনপ্রিয় সিনেমা ‘আশিকী’, ‘জো জিতা ওহি সিকান্দার’ এবং ‘কভি হাঁ কভি না’ দিয়ে দর্শকের মনে জায়গা করে নেওয়া এই অভিনেতা দীর্ঘদিন ছিলেন পর্দার আড়ালে। শেষবার তাকে ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার’ ছবিতে দেখা গিয়েছিল। মাঝে অভিনয়ে বিরতি দিয়ে পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি।
দীর্ঘদিন পর আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন দীপক তিজোরি। আগামী একটি ছবিতে টলিউড সুপারস্টার ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে পর্দায় হাজির হওয়ার কথা রয়েছে তার। তবে নতুন যাত্রার শুরুতেই এমন প্রতারণা অভিনেতার ক্যারিয়ারে এক বড় ধাক্কা হিসেবে দেখা দিচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।