1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. dcm01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
ট্রুকলার অ্যাপের ৮ গোপন ফিচার জানুন - বিজয় টিভি
ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন

ট্রুকলার অ্যাপের ৮ গোপন ফিচার জানুন

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১১১ বার পড়া হয়েছে

 

ফোনে আসা অপরিচিত কলারের নাম দেখার জন্য জনপ্রিয় অ্যাপ ট্রুকলার। অনেকেই এই অ্যাপে ভরসা করেন। কেননা,ফোনে এই অ্যাপটি থাকলে অচেনা নম্বর থেকে ফোন এলেও তার নাম পরিচয় জানা যায়। ট্রু কলার ব্যবহার করলেও অনেকেই জানেন না অ্যাপের আরও বিশেষ আটটি ফিচার। আসুন জেনে নেওয়া যাক।

১. স্মার্ট এসএমএস: স্প্যামের ভিড়ে অধিকাংশ ক্ষেত্রেই হারিয়ে যায় গুরুত্বপূর্ণ মেসেজ। কিন্তু ট্রু কলারে রয়েছে বিশেষ ব্যবস্থা। যেখানে আলাদা ক্যাটাগরি অনুযায়ী সমস্ত মেসেজ দেখায়। ফলে প্রয়োজনীয় মেসেজ হারানো বা নজর এড়ানোর সম্ভাবনা খুবই কম।

২. গুরুত্বপূর্ণ মেসেজ: ট্রু কলারে রয়েছে ফ্ল্যাশ মেসেজ অপশন। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ মেসেজ ভেসে ওঠে স্ক্রিনের উপর।

৩. এডিট সেন্ট চ্যাট মেসেজ: অনেক ক্ষেত্রেই ‘অটো কারেক্ট’ -এর কারণে মেসেজে এক কথা লিখতে গিয়ে হয়ে যায় অন্য কিছু। ট্রু কলার থেকে মেসেজ করলে ভুল হলে কোনও সমস্যা নেই। রয়েছে এডিটের অপশনও।
ট্রুকলার অ্যাপের ৮ গোপন ফিচার জানুন

ফোনে আসা অপরিচিত কলারের নাম দেখার জন্য জনপ্রিয় অ্যাপ ট্রুকলার। অনেকেই এই অ্যাপে ভরসা করেন। কেননা,ফোনে এই অ্যাপটি থাকলে অচেনা নম্বর থেকে ফোন এলেও তার নাম পরিচয় জানা যায়। ট্রু কলার ব্যবহার করলেও অনেকেই জানেন না অ্যাপের আরও বিশেষ আটটি ফিচার। আসুন জেনে নেওয়া যাক।

১. স্মার্ট এসএমএস: স্প্যামের ভিড়ে অধিকাংশ ক্ষেত্রেই হারিয়ে যায় গুরুত্বপূর্ণ মেসেজ। কিন্তু ট্রু কলারে রয়েছে বিশেষ ব্যবস্থা। যেখানে আলাদা ক্যাটাগরি অনুযায়ী সমস্ত মেসেজ দেখায়। ফলে প্রয়োজনীয় মেসেজ হারানো বা নজর এড়ানোর সম্ভাবনা খুবই কম।

২. গুরুত্বপূর্ণ মেসেজ: ট্রু কলারে রয়েছে ফ্ল্যাশ মেসেজ অপশন। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ মেসেজ ভেসে ওঠে স্ক্রিনের উপর।

৩. এডিট সেন্ট চ্যাট মেসেজ: অনেক ক্ষেত্রেই ‘অটো কারেক্ট’ -এর কারণে মেসেজে এক কথা লিখতে গিয়ে হয়ে যায় অন্য কিছু। ট্রু কলার থেকে মেসেজ করলে ভুল হলে কোনও সমস্যা নেই। রয়েছে এডিটের অপশনও।

৪. বড় ফাইল শেয়ার: ট্রু কলারে রয়েছে ১০০ এমবি পর্যন্ত ফাইল শেয়ারের অপশন।

৫. পাসওয়ার্ড প্রটেক্ট মেসেজ: ট্রু কলারে রয়েছে মেসেজ পাসওয়ার্ড দিয়ে লক করার ব্যবস্থা।

৬. কল রিসন: ট্রু কলারে রয়েছে ‘কল রিসন’ ফিচার। এর মাধ্যমে ফোন করার কারণ জানাতে পারেন ব্যবহারকারী। সেক্ষেত্রে ডিসপ্লেতে ভেসে উঠবে ফোন করার কারণ।

৭. স্প্যাম ব্লকিং: এই অ্যাপে রয়েছে স্প্যাম ব্লকিং ফিচার। যা নিজে থেকে স্প্যাম কলকে চিহ্নিত করে তা ব্লক করে দিতে পারে।

৮. স্মার্ট রিমাইন্ডার: ট্রু কলারের রিমাইন্ডার ফিচার আপনাকে মনে করিয়ে দিতে পারে বিল পেমেন্ট-সহ একাধিক বিষয়। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।ট্রুকলার অ্যাপের ৮ গোপন ফিচার জানুন

ফোনে আসা অপরিচিত কলারের নাম দেখার জন্য জনপ্রিয় অ্যাপ ট্রুকলার। অনেকেই এই অ্যাপে ভরসা করেন। কেননা,ফোনে এই অ্যাপটি থাকলে অচেনা নম্বর থেকে ফোন এলেও তার নাম পরিচয় জানা যায়। ট্রু কলার ব্যবহার করলেও অনেকেই জানেন না অ্যাপের আরও বিশেষ আটটি ফিচার। আসুন জেনে নেওয়া যাক।

১. স্মার্ট এসএমএস: স্প্যামের ভিড়ে অধিকাংশ ক্ষেত্রেই হারিয়ে যায় গুরুত্বপূর্ণ মেসেজ। কিন্তু ট্রু কলারে রয়েছে বিশেষ ব্যবস্থা। যেখানে আলাদা ক্যাটাগরি অনুযায়ী সমস্ত মেসেজ দেখায়। ফলে প্রয়োজনীয় মেসেজ হারানো বা নজর এড়ানোর সম্ভাবনা খুবই কম।

২. গুরুত্বপূর্ণ মেসেজ: ট্রু কলারে রয়েছে ফ্ল্যাশ মেসেজ অপশন। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ মেসেজ ভেসে ওঠে স্ক্রিনের উপর।

৩. এডিট সেন্ট চ্যাট মেসেজ: অনেক ক্ষেত্রেই ‘অটো কারেক্ট’ -এর কারণে মেসেজে এক কথা লিখতে গিয়ে হয়ে যায় অন্য কিছু। ট্রু কলার থেকে মেসেজ করলে ভুল হলে কোনও সমস্যা নেই। রয়েছে এডিটের অপশনও।

৪. বড় ফাইল শেয়ার: ট্রু কলারে রয়েছে ১০০ এমবি পর্যন্ত ফাইল শেয়ারের অপশন।

৫. পাসওয়ার্ড প্রটেক্ট মেসেজ: ট্রু কলারে রয়েছে মেসেজ পাসওয়ার্ড দিয়ে লক করার ব্যবস্থা।

৬. কল রিসন: ট্রু কলারে রয়েছে ‘কল রিসন’ ফিচার। এর মাধ্যমে ফোন করার কারণ জানাতে পারেন ব্যবহারকারী। সেক্ষেত্রে ডিসপ্লেতে ভেসে উঠবে ফোন করার কারণ।

৭. স্প্যাম ব্লকিং: এই অ্যাপে রয়েছে স্প্যাম ব্লকিং ফিচার। যা নিজে থেকে স্প্যাম কলকে চিহ্নিত করে তা ব্লক করে দিতে পারে।

৮. স্মার্ট রিমাইন্ডার: ট্রু কলারের রিমাইন্ডার ফিচার আপনাকে মনে করিয়ে দিতে পারে বিল পেমেন্ট-সহ একাধিক বিষয়। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৪. বড় ফাইল শেয়ার: ট্রু কলারে রয়েছে ১০০ এমবি পর্যন্ত ফাইল শেয়ারের অপশন।

৫. পাসওয়ার্ড প্রটেক্ট মেসেজ: ট্রু কলারে রয়েছে মেসেজ পাসওয়ার্ড দিয়ে লক করার ব্যবস্থা।

৬. কল রিসন: ট্রু কলারে রয়েছে ‘কল রিসন’ ফিচার। এর মাধ্যমে ফোন করার কারণ জানাতে পারেন ব্যবহারকারী। সেক্ষেত্রে ডিসপ্লেতে ভেসে উঠবে ফোন করার কারণ।

৭. স্প্যাম ব্লকিং: এই অ্যাপে রয়েছে স্প্যাম ব্লকিং ফিচার। যা নিজে থেকে স্প্যাম কলকে চিহ্নিত করে তা ব্লক করে দিতে পারে।

৮. স্মার্ট রিমাইন্ডার: ট্রু কলারের রিমাইন্ডার ফিচার আপনাকে মনে করিয়ে দিতে পারে বিল পেমেন্ট-সহ একাধিক বিষয়। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
জ্বালানি তেল নিয়ে সুসংবাদ

জ্বালানি তেল নিয়ে সুসংবাদ

রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
টানা ৪ দফায় কত কমলো স্বর্ণের দাম

টানা ৪ দফায় কত কমলো স্বর্ণের দাম

শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

ডিজেল-কেরোসিনের দাম কমল

শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
জ্বালানি তেল নিয়ে সুসংবাদ

জ্বালানি তেল নিয়ে সুসংবাদ

রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
ট্রাম্পের ভূমিধস বিজয়

ট্রাম্পের ভূমিধস বিজয়

বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
এলপিজির দাম কমালো বিইআরসি

এলপিজির দাম কমালো বিইআরসি

মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
সোহেল তাজকে প্রধান উপদেষ্টার ফোন

সোহেল তাজকে প্রধান উপদেষ্টার ফোন

সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৪ বিজয় টিভি || All Rights Reserved.