1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
‘ভারতের বিপক্ষে ভালো কিছু সম্ভব’
ঢাকা সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন

‘ভারতের বিপক্ষে ভালো কিছু সম্ভব’

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে
‘ভারতের বিপক্ষে ভালো কিছু সম্ভব’

নারীদের এশিয়া কাপে একচ্ছত্র আধিপত্য ভারতের। আট আসরের মধ্যে সাতবারই চ্যাম্পিয়ন তারা। ২০১৮ সালের ফাইনালে তাদের একমাত্র হার বাংলাদেশের কাছে। সেই ভারতকে এবার সেমিফাইনালে পাচ্ছে বাংলাদেশ। শুক্রবার দুপুর আড়াইটায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি দুই দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি শক্তিশালী ভারতের বিপক্ষে ইতিবাচক মানসিকতা নিয়ে ক্রিকেট খেলার কথাই জানিয়েছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের এশিয়া কাপ মিশন। বাজে ব্যাটিংয়ের খেসারত দিতে হয়েছিল দলকে। তবে থাইল্যান্ড ও মালয়শিয়াকে উড়িয়ে দিয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে জ্যোতিরা। আগের দুই ম্যাচে যেভাবে ব্যাটিং স্কিল দেখাতে পেরেছে, তেমনটা শুক্রবার দেখাতে পারলে ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলা সম্ভব।

অধিনায়ক নিগারও জানিয়েছেন সেটাই, ‘আমরা আমাদের নিজেদের গেমে সচেতন থাকতে চাই। সবকিছুই নির্ভর করে নির্দিষ্ট দিন ও ওই দিন আমরা কেমন ক্রিকেট খেলি তার ওপর। দলের ওপর আমার আস্থা ও বিশ্বাস আছে। জানি আমাদের দলটা ভালো। শুধু শতভাগ পারফরম্যান্স দিতে হবে নির্দিষ্ট ওই দিনটাতে, এটা করতে পারলেই আশা করি ভালো কিছু করা সম্ভব হবে।’

ভারতের বিপক্ষে ফাইনালে ওঠার ম্যাচে একাদশ নিয়ে বেশ জটিলতায় আছে টিম ম্যানেজমেন্ট। প্রায় ১৩ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছেন পেসার জাহানারা আলম। মারুফা আক্তারকে বাদ দিয়ে তাকে খেলানো হয় মালয়েশিয়ার বিপক্ষে। শুক্রবারের গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে জাহানারা নাকি মারুফা, সেটি নিয়ে দ্বিধায় টিম ম্যানেজমেন্ট। জাহানারা নিজের প্রত্যাবার্তন ম্যাচে ৪ ওভার বোলিং করে ২০ রান খরচায় নিয়েছেন একটি উইকেট। মারুফাও খুব বাজে অবস্থায় নেই। কিন্তু তাকে ডেথ ওভারে ব্যবহার করা যাচ্ছে না। ডানহাতি পেস বোলার শুরুর দিকে বেশ কার্যকর হলেও ডেথ ওভারে তার বলে রানের ফোয়ারা ছোটে, যা টি-টোয়েন্টি ক্রিকেটে উদ্বেগের কারণ।

মারুফার বোলিং নিয়ে প্রধান কোচ হাসান তিলাকারত্নে বলেছেন, ‘আসলে আমরা দেখতে পারছি মারুফা ডেথ ওভারে ব্যয়বহুল হয়ে যাচ্ছে। এ কারণে এক বছরেরও বেশি সময় ধরে সে নিজের কোটার ওভার শেষ করতে পারছে না। এ কারণে আমরা ১৭ ওভারের আগ পর্যন্ত তাকে দিয়ে বোলিং করিয়ে নিতে হচ্ছে। তবে তাকে পুরোদমে পাওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। সেভাবেই আমরা কাজ করছি।’

পেস বোলার হিসেবে মারুফা খেলুক আর জাহানারা, বোলিং নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তার কোনও কারণ নেই। যত দুশ্চিন্তা ব্যাটিং নিয়েই। ভারতের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে বাংলাদেশের টপ অর্ডারের ভালো করা জরুরি। বিশেষ করে দিলারা আক্তার, মোর্শেদা খাতুন ও নিগারের জ্বলে ওঠা জরুরি। এই তিন জনই আগের ম্যাচগুলোতে রান পেয়েছেন। ভারতের দীপ্তি শর্মা, রাধা যাদব, রেনুকা সিংহের বিপক্ষেও ভালো ব্যাটিংয়ে আশা করা যায়।

দিনের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। পাকিস্তান ৩ ম্যাচে চার পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে ‘বি’ গ্রুপে থাকা শ্রীলঙ্কা তিন ম্যাচের তিনটিতেই জিতে পুরো ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
বিসিবির কাউন্সিলর হচ্ছেন ইশরাক!

বিসিবির কাউন্সিলর হচ্ছেন ইশরাক!

সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

এলপিজির নতুন দাম ঘোষণা

বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
সঞ্চয়পত্রে বাড়ছে মুনাফার হার  

সঞ্চয়পত্রে বাড়ছে মুনাফার হার  

বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
সুখবর পেলেন লিটন

সুখবর পেলেন লিটন

সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
সব ধরনের সঞ্চয়পত্রে বাড়লো মুনাফা

সব ধরনের সঞ্চয়পত্রে বাড়লো মুনাফা

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

পুলিশ হেফাজতে অভিনেত্রী নিপুণ

শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.