মাদারীপুরে এক গৃহবধূকে কুপিয়ে জখম করে টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাজিরা এলাকায় এ ঘটনা ঘটে। আহত চায়না আক্তার (২৫) জাজিরা এলাকার সোনা মিয়া ঘরামীর মেয়ে ও কালিকাপুর ইউনিয়নের বলাইরচর গ্রামের সৌদিআরব প্রবাসী সুলতান দড়ির স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানিয়েছেন, সন্ধ্যায় ইজিবাইকে করে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন চায়না। জাজিরা এলাকায় গেলে ইজিবাইক থেকে নেমে বাড়ির দিকে হাঁটা শুরু করেন। এ সময় ৫-৬ জন দুর্বৃত্ত চায়নার কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। বাধা দিলে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। এতে তার ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। চায়নার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।
চায়না আক্তারের খালা রিনা বেগম বলেন, চায়না শ্বশুরবাড়ি থেকে আসার পথে হামলা চালিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে দুর্বৃত্তরা। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার বিচার চাই আমরা।
জেলা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মাইশা জেরিন মিম বলেন, চায়নার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, গৃহবধূর ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।