নির্বাচনী প্রচারণায় সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘মূল্যস্ফীতিতে আমেরিকার মানুষ কষ্টে আছে। নিউইয়র্কে প্রতি ঘণ্টায় মজুরি ১৫ ডলার। তারা তা বাড়িয়ে ৪৫ ডলার করে আদর্শ তৈরি করলে আমরাও তাদের পথ অবলম্বন করব। উচ্চ মূল্যস্ফীতির কারণে আমেরিকার মানুষ কষ্ট পাচ্ছে।
তদবিরের অভাবে সিলেটের অনেক অনুমোদিত প্রকল্পের কাজও আটকে আছে মন্তব্য করে তিনি বলেন, তদবির ছাড়া আমাদের দেশে কোনো কাজ হয় না। সারাক্ষণ তদবির করতে হয়।
আজ বৃহস্পতিবার সিলেট নগরের ১ নম্বর ওয়ার্ডে হযরত শাহজালাল (র.)-এর মাজার সংলগ্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে নির্বাচনী প্রচার শুরু করেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী প্রচারণায় তাঁর সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল আনোয়ার, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুফতি খাবির প্রমুখ।
কোনো সংঘাত চান না জানিয়ে ড. আব্দুল মোমেন বলেন, ‘আমরা সংঘাত চাই না। আমরা শান্তি ও স্থিতিশীলতা চাই এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চাই।’ নৌকা বাংলার জনগণের আস্থার প্রতীক দাবি করে তিনি বলেন, ‘নৌকা উন্নয়নের প্রতীক। তাই আগামী ৭ জানুয়ারি নির্বাচনে জনগণ দলে দলে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করবে। বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সমুন্নত রেখে উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই।’